Wednesday, September 20, 2017

Sobujsathee - Bengali Poetry by Sk Jahid Fazal

Sobujsathee
Written by Sk Jahid Fazal
20-09-2017

হাজারো স্বপ্নের ভিড় ,
লক্ষ্য আছে স্থির, মনটা শুধু অধীর ।
মন তো সেদিনই হারিয়েছি,
অজানা পথে যেদিন পা বাড়িয়েছি,
ফেরারি এ মন বারবার হারিয়ে যেতে চাই ।
আজ ফুল ফুটুক, আবার সূর্য উঠুক,
ক্লান্ত মেঘেরা ধীরে ধীরে সরে যাক,
ধূসর ধরিত্রীর বুক সবুজে ভরে যাক,
তোমায় তো সবুজসাথী রূপেই পেতে চাই ।




No comments:

Post a Comment