কবিতার প্রতি
|
Written by Sk Jahid Fazal
23-08-2017
|
ওগো কবিতা, তুমি কি শুনছো ? হ্যাঁ, তোমাকেই বলছি, এসো না আমার মনে, অবচেতনে, সাদা পাতাগুলো ভরিয়ে দাও নানাবিধ রঙে । তুমি ঝরে পড় কলমের কালি হয়ে, মেতে ওঠো লাল নীল হলুদের মেলাতে, একটু আদর , একটু আবেগ মিশিয়ে তোমাকে সাজাতে চাই অতি যতনে, শব্দ ও ছন্দের এই অদ্ভুত খেলাতে । তোমাকে খুঁজে চলি অবিরত শয়নে-স্বপনে, তুমি তো নিদারুন প্রশান্তি এই ক্লান্ত জীবনে । তুমিই তো করেছো আমার হৃদয় হরণ, তোমার রুপ-রস-গন্ধ-স্পরশে স্নেহভরা চুম্বন । কেউ না থাক , শুধু তুমি থাকো এই জীবন জুড়ে , সুখদুঃখের সাথী হয়ে বাজতে থাকো ছন্দে সুরে । |
Wednesday, August 23, 2017
Kobitar Proti - Bengali Poetry by Sk Jahid Fazal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment