Saturday, August 26, 2017

Dard Bhari Jindegi - Poetry by Sk Jahid Fazal


Dard Bhari Jindegi
Written by Sk Jahid Fazal
26-08-2017

Dard Bhari Jindegi Humne Bhi Jiya Hai,
Har Ek Dard Ko Apna Bana Liya Hai.
Gham Ke Aanshu Bahut Humne Bhi Piya Hai,
Palkon Pe Phir Bhi Magar Sapna Saja Liya Hai.
Tumhe Nahin Malum Akhir Dil Mein Mere Kya Hai ?
Ummeedon Se Sada Roushan 'Mohabbat Ka Diya' Hai.




Wednesday, August 23, 2017

Kobitar Proti - Bengali Poetry by Sk Jahid Fazal

kobitar proti
কবিতার প্রতি
Written by Sk Jahid Fazal
23-08-2017

ওগো কবিতা,
তুমি কি শুনছো ?
হ্যাঁ, তোমাকেই বলছি,
এসো না আমার মনে, অবচেতনে,
সাদা পাতাগুলো ভরিয়ে দাও নানাবিধ রঙে ।
তুমি ঝরে পড় কলমের কালি হয়ে,
মেতে ওঠো লাল নীল হলুদের মেলাতে,
একটু আদর , একটু আবেগ মিশিয়ে
তোমাকে সাজাতে চাই অতি যতনে,
শব্দ ও ছন্দের এই অদ্ভুত খেলাতে ।
তোমাকে খুঁজে চলি অবিরত শয়নে-স্বপনে,
তুমি তো নিদারুন প্রশান্তি এই ক্লান্ত জীবনে ।
তুমিই তো করেছো আমার হৃদয় হরণ,
তোমার রুপ-রস-গন্ধ-স্পরশে স্নেহভরা চুম্বন ।
কেউ না থাক , শুধু তুমি থাকো এই জীবন জুড়ে ,
সুখদুঃখের সাথী হয়ে বাজতে থাকো ছন্দে সুরে ।




Friday, August 18, 2017

Protyoi - Bengali Poetry by Sk Jahid Fazal


Protyoi
Written by Sk Jahid Fazal
18-08-2017

বড় জটিল এই জীবন বড় কঠিন এই সময়,
চেয়ে দেখো চারিদিকে মানুষ যে নির্দয় !
ভালবাসলে আঘাত পাবে, কি এমন বিস্ময় ?
পারি না তবু শিকলে বেঁধে রাখতে এ হৃদয় ।
ভালবাসতে জানি যখন পাবো কেন ভয় ?
আঘাত আসুক, কষ্ট থাকুক, করব সবই জয়,
ভালবাসাতে ভরিয়ে দেওয়ার করেছি প্রত্যয় ।



Tuesday, August 15, 2017

Watan Pe Mar Ke Dekho - Poetry by Sk Jahid Fazal


Watan Pe Mar Ke Dekho
Written by Sk Jahid Fazal
15-08-2017

Jitna Pyaar Mehbooba Se Karte Ho
Kabhi Watan Se Kar Ke Dekho,
Jaise Marte Ho Sanam Pe Apnay
Kabhi Watan Pe Mar Ke Dekho,
Sanam Toh Akhir Bewafaa Hota Hai,
Karni Hai Varosa Toh Watan Pe Kar Ke Dekho.