নারী
|
Written by Sk Jahid Fazal
08-03-2017
|
নারী মানে শক্তি, সহজ সরল প্রান, নারী মানে শিল্প, শ্রুতিমধুর গান , নারী ছাড়া এ জগত একেবারেই ম্লান । নারী মানে ভক্তি, অকাতরে দান, নারী মানে ভালোবাসা, প্রেম-প্রীতি-টান, নারী ছাড়া এজগত একেবারেই ম্লান । নারী মানে মায়ের আঁচল, স্নেহের সন্তান, নারী মানে বিশ্বকর্মা, অজস্র অবদান, নারী ছাড়া এ জগত একেবারেই ম্লান । নারী মানে প্রতিবাদ, অগ্নিশিখা লেলিহান, নারী মানে অধিকার, বঞ্চনার অবসান, নারী ছাড়া এ জগত একেবারেই ম্লান । নারী মানে আলিঙ্গন, শ্রদ্ধার পীঠস্থান, নারীকূল কে কখনো করো না অসম্মান, ভালোবেসে নর ও নারী করো সহাবস্থান, নারী ছাড়া এজগত একেবারেই ম্লান । |
Wednesday, March 8, 2017
Naree - Bengali Poetry by Sk Jahid Fazal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment