Wednesday, March 8, 2017

Naree - Bengali Poetry by Sk Jahid Fazal

"নারী ..."
নারী
Written by Sk Jahid Fazal
08-03-2017

নারী মানে শক্তি, 
সহজ সরল প্রান, 
নারী মানে শিল্প, শ্রুতিমধুর গান , 
নারী ছাড়া এ জগত একেবারেই ম্লান । 

নারী মানে ভক্তি, 
অকাতরে দান,
নারী মানে ভালোবাসা,
প্রেম-প্রীতি-টান,
নারী ছাড়া এজগত একেবারেই ম্লান ।

নারী মানে মায়ের আঁচল,
স্নেহের সন্তান, 
নারী মানে বিশ্বকর্মা,
অজস্র অবদান, 
নারী ছাড়া এ জগত একেবারেই ম্লান ।

নারী মানে প্রতিবাদ,
অগ্নিশিখা লেলিহান,
নারী মানে অধিকার,
বঞ্চনার অবসান, 
নারী ছাড়া এ জগত একেবারেই ম্লান ।

নারী মানে আলিঙ্গন,
শ্রদ্ধার পীঠস্থান,
নারীকূল কে কখনো করো না অসম্মান,
ভালোবেসে নর ও নারী করো সহাবস্থান,
নারী ছাড়া এজগত একেবারেই ম্লান ।

Tuesday, March 7, 2017

Mauka Na Do - Poetry by Sk Jahid Fazal

Mauka Na Do - Poetry by Sk Jahid Fazal
Written by Sk Jahid Fazal
07-03-2017

Tanhaiyon Ko Kabhi Dassne Ka Mauka Na Do, 
Kuch Yaadon ko Dimag Mein Basne Ka Mauka Na Do, 
Dard Ko Dil Pe Shikanja Kasne Ka Mauka Na Do, 
Surat Nahi , Sirat Se Aapna Pehchaan Banao 
Aus Kisi Ko Aap Par Kabhi Hasne Ka Mauka Na Do.