Thursday, December 15, 2016

Sei Raat e - Poetry by Sk Jahid Fazal

sei raat e
Written by Sk Jahid Fazal
15-12-2016

সেই রাতে পুর্ণিমার চাঁদ ছিল আকাশে,
কিছু ফুল,শিশিরেরও ঘ্রাণ ছিল বাতাসে,
কিন্তু হায়! দ্রুত সবই হয়ে গেল ফ্যাকাশে,
হৃদয় তো আজও আছে তোমার' ঠিক পাশে,
মন চায় সেই রাত যেন বারবার ফিরে আসে ।


No comments:

Post a Comment