Written by Sk Jahid Fazal
07-01-2017
|
জেগে উঠে ঘুমের শেষে, জেগে থাকি স্বপ্নের দেশে, দুঃখ আছে , তাও সবাই থাকে হেথায় খেলে হেসে । আপদ আছে, বিপদ আছে, দাঁড়ায় সবাই পাশে এসে । কেউ পরে না মুখোশ হেথায়, কেউ থাকে না ছদ্মবেশে । আমরাও তো থাকতে পারি এমনভাবে মিলে মিশে, আপন করে নিতে পারি পরস্পরকে ভালোবেসে । |